নোয়াখালীতে রাতের অন্ধকারে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা
নোয়াখালী থেকে,শরিফুল:
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছায়েদ রিপনকে (৪৮) বুধবার দিবাগত রাতে এলোপাতারিভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা।
নিরাপত্তা প্রহরী নিজাম উদ্দিন জানায়,বৃহস্পতিবার ভোরে রিপনের বাড়ির কাছেই বারইয়ারহাট নামক জায়গায় রাস্তার ওপরে বাজারের তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
আবু ছায়েদ রিপন বেগমগঞ্জ চৌরাস্তায় ঢাকা-নোয়াখালী সড়কে চলাচলরত যাত্রী পরিবহণ লাল-সবুজ ও একুশে পরিবহণ পরিচালনার দায়িত্বে ছিলেন ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল ইসলাম রনি ঘটনাস্থল পরির্দশন শেষে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা নিবীর তদন্ত করে বের করা হবে। মামলা প্রক্রিয়াধীন ।